—প্রতীকী চিত্র।
চিৎপুর থানা এলাকায় আয়কর অফিসার সেজে লুটপাটের ঘটনায় এক পুলিশকর্মীও জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। লালবাজারের খবর, ওই অভিযোগে প্রণয় রায় নামে সেই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে কলকাতা পুলিশের ‘ডগ স্কোয়াড’-এ কনস্টেবল পদে কর্মরত। শিয়ালদহ আদালতের নির্দেশে আপাতত প্রণয় পুলিশি হেফাজতেই রয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত ১২ নভেম্বর একটি সোনার গয়নার কারখানার কর্মীর কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম সোনা লুট হয়েছিল। সেই ঘটনায় শান্তনু কাঁড়ার, চন্দন রাউত, মনোজিৎ মণ্ডল এবং ইয়াসির আক্রমকে আগেই পাকড়াও করা হয়েছিল। পুলিশের দাবি, কাদের থেকে লুট করা হবে, সে ব্যাপারে খবর জোগাত প্রণয়। এমনকি, শান্তনুরা আয়কর অফিসার সেজে সোনা নিয়ে যাওয়া কারবারিদের পাকড়াও করলে প্রণয় নিজের পরিচয়পত্র দেখিয়ে শান্তনুরা যে আয়কর অফিসার, তা সাব্যস্ত করত এবং ভয় দেখাত। একটি সূত্রের দাবি, প্রণয়কে আগেই চিহ্নিত করা হয়েছিল। সোমবার শান্তনুদের গ্রেফতার করার পরে তাদের বয়ানের ভিত্তিতে প্রণয়কে গ্রেফতার করা হয়।
অনেকেই অবশ্য বলছেন, ইদানীং একাধিক লুট বা প্রতারণার ঘটনায় পুলিশকর্মীরা গ্রেফতার হচ্ছেন। সম্প্রতি এক বাংলাদেশি নাগরিককে ভয় দেখিয়ে টাকা লুটের ঘটনায় পুলিশের গাড়ির এক চালককে ধরা হয়। তার আগেও একাধিক ঘটনায় এমন নজির রয়েছে।