শুভব্রত ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ

তদন্তকারীরা জানিয়েছেন, মা মারা যাওয়ার পরেও বেআইনি ভাবে তাঁর পেনশনের টাকা তোলার জন্য শুভব্রতের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছেন নিউ আলিপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০২:২২
Share:

—ফাইল চিত্র।

মায়ের মৃত্যুর পরেও তিন বছর ধরে তাঁর দেহ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল বেহালার শুভব্রত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনায় এই প্রথম শুভব্রত ও তাঁর বাবা গোপাল মজুমদারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। রবিবার রাতে প্রায় এক ঘণ্টা বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন নিউ আলিপুর থানার তদন্তকারী অফিসারেরা।

Advertisement

প্রসঙ্গত, জেমস লং সরণির বাড়িতে তিন বছর ধরে মা বীণা মজুমদারের মৃতদেহ ফ্রিজে সংরক্ষণ করেছিলেন শুভব্রত। বিষয়টি প্রকাশ্যে আসার পরে তাঁকে গ্রেফতার করা হয়। আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘদিন পাভলভ হাসপাতালে ভর্তি ছিলেন শুভব্রত। সপ্তাহখানেক আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি আপাতত বাড়িতে।

তদন্তকারীরা জানিয়েছেন, মা মারা যাওয়ার পরেও বেআইনি ভাবে তাঁর পেনশনের টাকা তোলার জন্য শুভব্রতের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছেন নিউ আলিপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষ। তথ্য গোপন করে কেন টানা তিন বছর ওই টাকা তোলা হয়েছে, সে বিষয়ে রবিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় শুভব্রত ও গোপালবাবুকে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে তেমন সন্তোষজনক উত্তর মেলেনি। এ বার বেহালার বাড়ি গিয়ে তাঁদের আর এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement