—প্রতীকী ছবি।
দুই নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই দুই নাবালিকাকে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কসবা থানা এলাকার টেগোর পার্কের একটি হোটেলে হানা দিয়ে ওই দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। ধরা হয় দুই মহিলা-সহ হোটেলের এক কর্মীকে। ধৃতদের নাম সীমা খাতুন, রওশন আরা এবং রাকেশ মণ্ডল। তাদের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারা-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ২৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজত দেন।
লালবাজার জানিয়েছে, গোয়েন্দা বিভাগের মানবপাচার রোধ শাখার তদন্তকারীরা গত কয়েক দিন ধরে খবর পাচ্ছিলেন, কসবাএলাকার একটি হোটেলে নাবালিকাদের এনে জোর করে যৌন ব্যবসায় নামানো হচ্ছে। এর পরেই বুধবার রাতে কসবা থানার পুলিশকে নিয়ে ওই হোটেলে হানা দেন গোয়েন্দারা। হোটেলের তেতলার দু’টি ঘর থেকে গার্ডেনরিচের বাসিন্দা ওই দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। তাদের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পারেন, তাদের সেখানে নিয়ে এসেছে সীমা এবং রওশন। এর পরেই ধরা হয় ওই দু’জনকে। একই সঙ্গে পুলিশি নির্দেশ মেনে হোটেলের রেজিস্টার না রাখার জন্য গ্রেফতার করা হয় সেখানকার কর্মী রাকেশকে। গোয়েন্দারা জেনেছেন, কোনও নথি ছাড়াই সীমা ও রওশনকে ঘর ভাড়া দিয়েছিল রাকেশ।