Subodh Singh

একাধিক অপরাধে যোগসূত্রের কথা ‘স্বীকার’ সুবোধের

সূত্রের দাবি, অজয়ের গাড়িতে গুলি চালানো, ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে হুমকি এবং টিটাগড়ের মণীশ শুক্ল খুনের ঘটনায় তার যোগসূত্রের কথা ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়ার কাছে জেরায় স্বীকার করেছে সুবোধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ০৭:৩৯
Share:

সুবোধ সিংহ। —ফাইল চিত্র।

বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংহ ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছে। এ বার সুবোধের ‘ডান হাত’ বলে পরিচিত রওশন যাদবকেও দশ দিনের হেফাজতে নিল ব্যারাকপুর পুলিশ। ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার মামলায় রওশনকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি। পুলিশের দাবি, দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে অজয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো থেকে শুরু করে ব্যারাকপুরের আরও কয়েকটি অপরাধের বিষয়ে বহু তথ্য মিলবে।

Advertisement

সূত্রের দাবি, অজয়ের গাড়িতে গুলি চালানো, ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে হুমকি এবং টিটাগড়ের মণীশ শুক্ল খুনের ঘটনায় তার যোগসূত্রের কথা ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়ার কাছে জেরায় স্বীকার করেছে সুবোধ। গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত সাত জন গ্রেফতার হয়েছে। কিন্তু যে দু’জন বাইকে চেপে এসে গুলি চালিয়েছিল, তারা অধরা রয়েছে। পুলিশ তাদের পরিচয়ও সুবোধের থেকে জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নগরপাল বলেন, ‘‘প্রত্যেকটি ঘটনার তথ্যসমৃদ্ধ রিপোর্ট তৈরি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ বাকি আছে। কেউ ছাড় পাবে না।’’

এ দিন রওশনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। তাকে হেফাজতে পেতে আবেদন করেছিল পুলিশ। পাশাপাশি, মণীশ খুনে তিন অভিযুক্ত অনীশ ঠাকুর, সুজিত রায় ও সুবোধ রায়কে জেলে গিয়ে জেরা করার জন্যও পুলিশ আবেদন জানালে, আদালত তা মঞ্জুর করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement