হাতাহাতি থামাতে গিয়ে প্রহৃত পুলিশ

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার ই এম বাইপাসে এটিআই-এর চার নম্বর গেটের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:১০
Share:

প্রতীকী ছবি।

রেষারেষির জেরে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হাতাহাতি করছিলেন দুই চালক। তাঁদের নিরস্ত করতে এগিয়ে গিয়েছিলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী। অভিযোগ, কেন পুলিশ এসেছে সেই প্রশ্ন তুলে এক চালক নিগ্রহ করেন ওই পুলিশকর্মীকে। ঘটনায় কুদ্দুস সর্দার নামে ওই চালককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার ই এম বাইপাসে এটিআই-এর চার নম্বর গেটের সামনে। নিগৃহীত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে ওই চালককে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মানিকতলার ক্যানাল সার্কুলার রোডে। শিয়ালদহ আদালতের সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, সরকারি কর্মীকে মারধর করার অভিযোগে ধৃতকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, কুদ্দুস পণ্যবাহী গাড়ির চালক। লেক টাউনে রেষারেষির জেরে তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অন্য একটি গাড়ির। ই এম বাইপাসে এটিআই-এর চার নম্বর গেটের সামনে ধৃত কুদ্দুস অন্য গাড়িটিকে আটকান। এর পরেই তিনি অন্য গাড়ির চালককে মারধর করতে থাকেন বলে অভিযোগ। কাছেই ডিউটি করেছিলেন উল্টোডাঙা ট্র্যাফিক গার্ডের কনস্টেবল সোমনাথ মিশ্র। রাস্তার মাঝে হাতাহাতি দেখে তিনি মধ্যস্থতা করতে গেলে কুদ্দুস তাঁকেই মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

অন্য দিকে, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে এক মহিলা চালককে গাড়ি থামাতে বলেছিলেন এক পুলিশ অফিসার। অভিযোগ, গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। শনিবার রাতে, ই এম বাইপাসের ভিআইপি বাজারে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের নির্দেশ অমান্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দায়ের হয়েছে তিলজলা থানায়। রাতে পুলিশ চালককে থানায় নিয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement