Arrest

তরুণীকে যৌন হেনস্থায় ধৃত তান্ত্রিক

গল্ফ গ্রিন থানা এলাকার বাসিন্দা ওই তরুণী শুক্রবার থানায় যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তরুণী জানান, মাস কয়েক আগেই তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ০৬:৩০
Share:

—প্রতীকী চিত্র।

তরুণীকে কিছু খাইয়ে, অচৈতন্য করে যৌন হেনস্থার অভিযোগে এক তান্ত্রিককে গ্রেফতার করল গল্ফ গ্রিন থানার পুলিশ। ধৃতের নাম তমাল চক্রবর্তী। শনিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

গল্ফ গ্রিন থানা এলাকার বাসিন্দা ওই তরুণী শুক্রবার থানায় যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তরুণী জানান, মাস কয়েক আগেই তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এ ছাড়াও একাধিক পারিবারিক সমস্যায় ভুগছেন তিনি। তাই সমস্যার কাটাতে কয়েক সপ্তাহ আগে বিজয়গড়ের এক তান্ত্রিকের দ্বারস্থ হন। আগেও বেশ কয়েক বার তিনি ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন বলে অভিযোগকারিণীর দাবি। দিন দুয়েক আগে তিনি ফের তান্ত্রিকের কাছে যান। অভিযোগ, তখনই তাঁর খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচৈতন্য করা হয় এবং তাঁর যৌন হেনস্থা করা হয়। এর আগেও একাধিক বার তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি ওই তরুণীর।

এ দিন সকালে তিনি গল্ফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানান হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement