—প্রতীকী চিত্র।
ইডেনে বিশ্বকাপের খেলা চলাকালীন ক্রিকেট বেটিং চালানোর অভিযোগে ভিন্ রাজ্যের তিন বাসিন্দাকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। মঙ্গলবার রাতে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সমীর খান, আশিস বাত্রা এবং মণীশ। এদের মধ্যে মণীশ ও আশিস দিল্লির বাসিন্দা। সমীর থাকে গোয়ালিয়রে। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল, ল্যাপটপ ও বেটিং সংক্রান্ত বিভিন্ন সামগ্রী আটক করেছে পুলিশ। তিন জনকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিং চক্র চালানোর জন্য ভিন্ রাজ্য থেকে কলকাতায় এসে একটি হোটেলে থাকছিল অভিযুক্তেরা। মঙ্গলবার রাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে সমীর বাকি দু’জনকে ফোনে যাবতীয় খবর দিচ্ছিল। লালবাজারের দাবি, বিষয়টি দেখতে পেয়ে আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা প্রথমে সমীরকে আটক করে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেন। এর পরে ধৃতকে
জিজ্ঞাসাবাদ করে হো চি মিন সরণিতে অভিযান চালিয়ে একটি পানশালার সামনে থেকে বাকি দু’জনকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতেরা ‘মহাদেব’ বেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত।
চলতি বছরের প্রথমে এই বেটিং চক্রের বিষয়টি প্রথমে ইডির নজরে আসে। তারাও এই চক্রের মাথাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে বলে খবর। এই চক্রের মাথা দুবাইয়ে
রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘ধৃতদের কী কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই বেটিং চক্রের সঙ্গে জড়িত আর কেউ কলকাতায় এসেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই প্রশ্নের উত্তর মিলতে পারে।’’