Arrest

ফের অবৈধ কল সেন্টারের খোঁজ, ধৃত ১৯

তাৎপর্যপূর্ণ ভাবে সোমবার বালিগঞ্জ থানা এলাকারমুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫
Share:

উদ্ধার করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী। —প্রতীকী চিত্র।

শহরের কোথায় কোথায় বেআইনি কল সেন্টার খুলে প্রতারণারকারবার চালানো হচ্ছে, সম্প্রতি থানাগুলির কাছে সেই তথ্য জানতে চেয়েছিল লালবাজার। কারণ, অভিযোগ উঠেছিল, মাঝেমধ্যে তল্লাশি চালিয়ে বেশ কিছু এমন কল সেন্টার বন্ধ করে দেওয়ার পরেও শহরের আনাচ-কানাচে সেগুলি চলছে। তাৎপর্যপূর্ণ ভাবে সোমবার বালিগঞ্জ থানা এলাকারমুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।উদ্ধার করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুলেন স্ট্রিটে একটি বাড়ির একতলায় খোলা হয়েছিল ওই কল সেন্টারটি। অ্যান্টি-ভাইরাস প্রদানকারী একটি সংস্থার নাম করে মূলতইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ফোন করত জালিয়াতেরা। এর পরে তাঁদের কম্পিউটার বা ল্যাপটপে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নাম করে প্রতারণা সংঘটিত করত বলে অভিযোগ। কয়েক সপ্তাহ আগে লালবাজারের কাছে এই সংক্রান্ত বেশ কিছুঅভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে তদন্তে নেমে এই কল সেন্টারটির হদিস পায় পুলিশ। প্রাথমিক ভাবে এই জালিয়াতির পিছনে বড় কোনও মাথা বা চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement