R G Kar Hospital Incident

যাদবপুরে মেয়েদের দখলে স্বাধীনতার মধ্যরাত, প্রতিবাদের স্ফুলিঙ্গ আর জনপ্লাবনের বিস্ফোরণ

রিমঝিম সেই মেয়ে, যিনি সমাজমাধ্যমে প্রথম পোস্ট করেছিলেন ‘মেয়েরা, রাত দখল করো’, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে।

Advertisement
সনৎ সিংহ
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০৭:১১
Share:
০১ ৫০

রাত সাড়ে ৯টা, তখন সবে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে গুটিকয়েক লোকজন এসেছেন।

০২ ৫০

রিমঝিম সিংহ বন্ধুর সঙ্গে আলোচনা করছেন। খানিকটা চিন্তিতও।

Advertisement
০৩ ৫০

রিমঝিম সেই মেয়ে, যিনি সমাজমাধ্যমে প্রথম পোস্ট করেছিলেন ‘মেয়েরা, রাত দখল করো’, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে।

০৪ ৫০

একে একে জড়ো হচ্ছেন প্রতিবাদীরা।

০৫ ৫০

রিমঝিম সকলকে আহ্বান জানাচ্ছেন এই প্রতিবাদে অংশ নেওয়ার জন্য।

০৬ ৫০

শৃঙ্খলাবদ্ধ ভাবে এই প্রতিবাদ চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করছেন রিমঝিম।

০৭ ৫০

রাত দখলের ব্যানার হাতে প্রতিবাদীরা।

০৮ ৫০

ভিড় ক্রমশ বাড়ছে।

০৯ ৫০

বন্ধুদের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনায় রিমঝিম।

১০ ৫০

উৎসুক চোখে...

১১ ৫০

রিমঝিম: শান্ত চোখ, গলায় ঝাঁজ।

১২ ৫০

শুধু মেয়েরা নন, রাতের দখল নিতে ছেলেরাও এসেছেন।

১৩ ৫০

ছোট পণ্যবাহী গাড়ির উপর রিমঝিম এবং তাঁর সহযোদ্ধারা।

১৪ ৫০

মাথা উঁচু করে।

১৫ ৫০

ভিড় বাসস্ট্যান্ড ছাড়িয়ে রাজপথের দখল নিতে শুরু করেছেন মেয়েরা।

১৬ ৫০

জাতীয় পতাকা হাতে মধ্যরাত দখল!

১৭ ৫০

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন রিমঝিম।

১৮ ৫০

বক্তৃতা…

১৯ ৫০

প্রতিবাদী মুখ…

২০ ৫০

‘আমরা বিচার চাই’

২১ ৫০

প্রতিবাদের কণ্ঠ।

২২ ৫০

প্ল্যাকার্ড হাতে এক প্রতিবাদী।

২৩ ৫০

রাজপথ দখল।

২৪ ৫০

হাততালিতে প্রতিবাদ।

২৫ ৫০

স্লোগান আর স্লোগান…

২৬ ৫০

প্ল্যাকার্ড হাতে রাত দখল।

২৭ ৫০

সন্তানকে কোলে নিয়েই মা-বাবা প্রতিবাদে।

২৮ ৫০

আরও এক কণ্ঠ, নারী নির্যাতনের বিরুদ্ধে।

২৯ ৫০

প্রতিবাদ।

৩০ ৫০

গলা মেলানো…

৩১ ৫০

সিগন্যাল লাল… দখল রাস্তাও।

৩২ ৫০

পোস্টার হাতে মেয়েরা।

৩৩ ৫০

মোবাইলে টর্চ জ্বেলে প্রতিবাদ।

৩৪ ৫০

আম আদমি…

৩৫ ৫০

দখলে ট্র্যাফিক পুলিশের কিয়স্কও।

৩৬ ৫০

চার শব্দের স্লোগান।

৩৭ ৫০

মন ভারাক্রান্ত!

৩৮ ৫০

বয়স আমার মুখের রেখায়…

৩৯ ৫০

নিষ্পলক…

৪০ ৫০

‘আমরা বিচার চাই’

৪১ ৫০

মুখে স্লোগান, হাতে প্ল্যাকার্ড।

৪২ ৫০

প্রতিবাদী…

৪৩ ৫০

শুধু বাংলা নয়, প্রতিবাদে হিন্দিভাষীও…

৪৪ ৫০

জয়ধ্বজা…

৪৫ ৫০

রণংদেহি …

৪৬ ৫০

আমার প্রতিবাদের ভাষা…

৪৭ ৫০

স্লোগানে স্লোগানে ঢাকা…

৪৮ ৫০

রাস্তা দখল নিল আমজনতা।

৪৯ ৫০

দূর থেকে…

৫০ ৫০

যাদবপুরে জনপ্লাবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement