Accident

মানিকতলায় বেপরোয়া লরির ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে, মৃত্যু পথচারীর, গুরুতর আহত ৩

লরির ধাক্কায় যাত্রী প্রতীক্ষালয় ভেঙে মৃত্যু হল এক পথচারীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকতলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১০:৫৪
Share:

মানিকতলায় যাত্রী প্রতীক্ষালয়ের কংক্রিটের স্ল্যাব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লরির ধাক্কায়। নিজস্ব চিত্র।

লরির ধাক্কায় যাত্রী প্রতীক্ষালয় ভেঙে মৃত্যু হল এক পথচারীর। গুরুতর আহত তিন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকতলায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৭টা নাগাদ মানিকতলা বাজারের কাছে একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। ধাক্কায় একটি পুরোনো বাড়ি লাগোয়া যাত্রী প্রতীক্ষালয়ের কংক্রিটের স্ল্যাব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন কয়েক জন। কংক্রিটের স্ল্যাবের নীচে চাপা পড়ে যায় চার জন। গুরুতর আহত ওই চার জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের মধ্যে এক জনকে ভর্তি করা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক জনকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। অপর দু’জনকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। আরও এক জন আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। ঘাতক লরির চালককে আটক করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বাজি পোড়ানোয় ‘নিষেধাজ্ঞা’ শহরের বহু আবাসন কমিটির

আরও পড়ুন: এ বার যাত্রী প্রত্যাখ্যানের রোগ বাইক ট্যাক্সিতেও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement