Road Accident

শহরে জোড়া দুর্ঘটনা, পথচারীর মৃত্যু ঘিরে উত্তেজনা উল্টোডাঙায়

প্রথমে উল্টোডাঙায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। তার পর মৌলালির কাছে বাসের নীচে চাপা পড়েন দুই আরোহী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১১:০৭
Share:

—প্রতীকী চিত্র।

সাত সকালে কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। প্রথমে উল্টোডাঙায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। তার পর মৌলালির কাছে বাসের নীচে চাপা পড়েন দুই আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বুধবার সকালে উল্টোডাঙায় মুচিবাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ২১১ নম্বর রুটের ওই বাসটি উল্টোডাঙা থেকে খান্নার দিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় গুরুতর আঘাত পান ওই মহিলা।

দুর্ঘটনার পর স্থানীয়রা মিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান ওই মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন: সিবিআই তদন্তের দাবি, বিধায়কের নামে নালিশ বিশ্বভারতীর​

আরও পড়ুন: কিষেণজির জায়গায় কিষাণ? জঙ্গলমহলে ফের বিপদসঙ্কেত পাচ্ছেন গোয়েন্দারা​

অন্য দিকে, এ দিনই মৌলালির কাছে মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় দুর্ঘটাগ্রস্ত হন দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪০ নম্বর রুটের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। তাতে আরোহী সমেত মোটরসাইকেলটি বাসের নীচে চলে যায়। সেই অবস্থায় বেশ কিছুটা রাস্তা তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি।

স্থানীয়দের চেষ্টায় ওই দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁরা। স্থানীয়দের দাবি, দুই আরোহীরই মৃত্যু হয়েছে। যদিও পুলিশ ও হাসপাতালের তরফে এখনও সেই নিয়ে কিছু জানানো হয়নি। ওই দুই আরোহীই একটি অনলাইন সামগ্রী সরবরাহকারী সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement