SSKM

SSKM Hospital: ছুটির কাগজে সই চাই, লোক খুঁজছেন যুবক

ফিরোজ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির চৌকিয়াপুকুর গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৭:০৪
Share:

ফাইল চিত্র।

‘আমার ছুটির কাগজে একটা সই করে দেবেন?’— হাসপাতাল চত্বরে ঘুরে রোগীর পরিজনদের কাছে এমনই আবেদন জানাচ্ছেন এক যুবক। একটু পরেই বকুনি দিয়ে তাঁকে ওয়ার্ডে পাঠালেন কর্মীরা। জানা গেল, দিনকয়েক আগে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন ওই যুবক, ফিরোজ ইয়াসদানি। এখন তিনি সুস্থ। কিন্তু পরিজনেরা না আসায় ছুটির কাগজে সই করার কেউ নেই। ফলে হাসপাতালও ছুটি দিতে পারছে না।

Advertisement

ফিরোজ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির চৌকিয়াপুকুর গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে চিঠি জমা দেন। এর পরে রাতে রবীন্দ্র সদন এলাকায় তাঁকে কয়েক জন মারধর করে বলে অভিযোগ। ফিরোজ বলেন, ‘‘তার পরেই আমি পিজিতে ভর্তি হই।’’ চিকিৎসকেরা জানান, এখন তিনি সুস্থ। কিন্তু পরিবারের কেউ না এলে ছাড়া যাবে না। ফিরোজ বলেন, ‘‘এত দূর থেকে বাড়ির লোকেরা আসতে পারছেন না। তা হলে কি আমি বাড়ি যাব না?’’

হাসপাতালের এক আধিকারিক বলেন, ‘‘ওঁর কাগজপত্র পুলিশ আউটপোস্টে পাঠিয়েছি। পুলিশ বাড়ির সঙ্গে যোগাযোগ করবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement