প্রতীকী ছবি।
এক অসুস্থ ব্যক্তির মৃত্যুর পরে অ্যাম্বুল্যান্স ভাঙচুরের অভিযোগ উঠল তাঁর পরিজনেদের বিরুদ্ধে। পাশাপাশি ওই অ্যাম্বুল্যান্সটি যে সমিতির, সেখানকার সম্পাদকের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায়।
স্থানীয় সূত্রের খবর, বেলঘরিয়ার বিবেকানন্দ নগরের বাসিন্দা বছর পঞ্চান্নের ওই ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাঁর ভাই বিবেকানন্দ নগর উন্নয়ন ও সেবা সমিতিতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার চাইলে সংস্থার এক সদস্য সেটি পৌঁছে দেন। রাত ১২টা নাগাদ ওই প্রৌঢ়ের অবস্থা আরও খারাপ হয়। তখন তাঁর ভাই ফের এসে অ্যাম্বুল্যান্স চান। তাঁকে জানানো হয়, চালক লকডাউনে ক্যানিংয়ের বাড়িতে আটকে থাকায় পরিষেবা বন্ধ রয়েছে।
সমিতির সম্পাদক উজ্জ্বল ঘোষের দাবি, অসুস্থ ব্যক্তির পরিজনেরা জানান, তাঁদের চালক রয়েছে। তা শুনে অ্যাম্বুল্যান্সের চাবি তাঁদের দেওয়া হয়। এর পরে ওই প্রৌঢ়কে নিয়ে হাসপাতালে রওনা দেন পরিজনেরা। কিন্তু মাঝপথেই মারা যান তিনি। অভিযোগ, এর পরেই রাত ২টো নাগাদ আচমকা উজ্জ্বলবাবুর বাড়িতে ইট ছোড়া হয়। ভাঙচুর চালানো হয় অ্যাম্বুল্যান্সে। খবর পেয়ে আসেন সমিতির অন্য সদস্যেরা ও পুলিশ। তখনই চম্পট দেন হামলাকারীরা। উজ্জ্বলবাবু বলেন, ‘‘আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি।’’