এসি ছাড়া বিমানে অপেক্ষা, ‘শ্বাসকষ্ট’ 

যে বিমান সংস্থা স্পাইসজেটের বিরুদ্ধে এমন অভিযোগ, তাদের যুক্তি, বুধবার রাতে কলকাতায় খারাপ আবহাওয়ার জন্য বিমান ওঠানামায় সমস্যা হচ্ছিল। তার জেরেই বিমান ওঠানামায় দেরি হয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি।

ছোট বিমানে প্রায় ঘণ্টা দু’য়েক বসে থেকে শ্বাসকষ্টের অভিযোগ আনলেন যাত্রীরা। বুধবার রাতে কলকাতা থেকে বিশাখাপত্তনম যাওয়ার সময়ে এমন ঘটনা ঘটে।

Advertisement

যে বিমান সংস্থা স্পাইসজেটের বিরুদ্ধে এমন অভিযোগ, তাদের যুক্তি, বুধবার রাতে কলকাতায় খারাপ আবহাওয়ার জন্য বিমান ওঠানামায় সমস্যা হচ্ছিল। তার জেরেই বিমান ওঠানামায় দেরি হয়।

কৌশিক মুখোপাধ্যায় নামে বিমানের এক যাত্রীর অভিযোগ, সন্ধ্যা ৭টা ২৫-এ উড়ান ছাড়ার কথা থাকলেও বিমানবন্দরে পৌঁছে তিনি জানতে পারেন, সেটি সাড়ে ৮টায় ছাড়বে। অভিযোগ, সাড়ে ৮টার পরেও বিমানবন্দরে তাঁদের বসিয়ে রাখা হয়। পৌনে ৯টার পরে যাত্রীদের ছোট বম্বার্ডিয়ার কিউ ৪০০ বিমানে তোলা হয়। কৌশিকবাবুর কথায়, ‘‘সকলে ৯টা ১০ মিনিটের মধ্যে বিমানে বসে পড়ি। তার পরেও প্রায় এক ঘণ্টা বসতে হয়।’’ কৌশিকবাবুর অভিযোগ, এই সময়ে দেওয়া হয়নি জল, চলেনি এসি। কর্মীরা জানান, পাইলট না আসায় দেরি হচ্ছে। কৌশিকবাবু বৃহস্পতিবার বলেন, ‘‘রাত প্রায় ১০টা নাগাদ যাত্রীরা ঠিক করি, আর ১০ মিনিট দেখে নেমে যাব।’’ সওয়া ১০টার পরে বিমানটি ছাড়ে।

Advertisement

স্পাইসজেট সূত্রের খবর, ওই বিমানের পাইলটদের ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল। নতুন দুই পাইলটের জন্য অপেক্ষা করতে হচ্ছিল। কলকাতায় খারাপ আবহাওয়ার জন্য বিমান দেরিতে নামছিল। অন্য শহর থেকে আসা পাইলটেরা তাই দেরিতে পৌঁছন। কৌশিকবাবু জানান, তিনি ই-মেলে অভিযোগ জানিয়েছেন বিমান সংস্থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement