বিদ্যুৎ সমস্যার কারণে অন্ধকারে ডুবে থাকল ভারতীয় জাদুঘরের একাংশ। মঙ্গলবার এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাদুঘরে দর্শকদেরও ঢোকা বন্ধ করে দিতে হয়। বন্ধ থাকে পাঁচটি গ্যালারিও। কর্তৃপক্ষের দাবি, একাংশের বিদ্যুৎ-সংযোগে সমস্যা হওয়ায় এই বিপর্যয়। নিরাপত্তার স্বার্থে দর্শকদের ঢোকা বন্ধ করা হয়েছিল। জাদুঘর প্রশাসনিক সূত্রে খবর, মাইনর আর্ট, পেন্টিং, কয়েন, শিবালিক ও মিনারেল গ্যালারিতেই বিদ্যুৎ ছিল না। বন্ধ ছিল সিসি ক্যামেরাও। ফলে নিরাপত্তার স্বার্থে দর্শকদের ওই পাঁচ গ্যালারিতে ঢুকতে দেওয়া হয়নি। টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়। প্রবেশ করতে না পেরে অনেকে বিক্ষোভ দেখান।