Parnasree

বাড়ি ফিরল পালোক্ষী

গত ১২ ডিসেম্বর পর্ণশ্রীর চারতলা একটি বাড়ির ছাদ থেকে বাবার হাত ফস্কে পড়ে গিয়েছিল এক বছর তিন মাসের পালোক্ষী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০২:৩৫
Share:

পালোক্ষী পাণ্ডা।

অবশেষে বাড়ি ফিরে এল পর্ণশ্রীর বিশালাক্ষীতলার শিশু পালোক্ষী পাণ্ডা। রবিবার ওই শিশুর পড়শিরা জানিয়েছেন, আগের থেকে অনেকটা সুস্থ থাকায় ২২ ডিসেম্বর তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

পড়শিরা জানাচ্ছেন, শিশুকন্যাকে নিয়ে আপাতত তাঁর মা উপাসনা পাণ্ডা পর্ণশ্রীর বিশালাক্ষীতলার ওই ফ্ল্যাটেই রয়েছেন। শিশুটির দাদা, বছর বারোর অর্ণব ওড়িশা থেকে মা-বোনের কাছে ফিরে এসেছে।

গত ১২ ডিসেম্বর পর্ণশ্রীর চারতলা একটি বাড়ির ছাদ থেকে বাবার হাত ফস্কে পড়ে গিয়েছিল এক বছর তিন মাসের পালোক্ষী। মেয়েকে ঝুঁকে ধরতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যান তার বাবা, দক্ষিণ-পূর্ব রেলওয়ের ভিজিল্যান্সে কর্মরত সুভাষচন্দ্র পাণ্ডা। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ঘটনার পরে প্রথমে পালোক্ষীকে খুঁজে পাচ্ছিলেন না পরিজন ও পড়শিরা। পরে দেখা যায়, পাশের বাড়ির একটি গাছের উপরে আটকে রয়েছে সে।

Advertisement

পড়শিরা ও পুলিশ জানিয়েছিল, সঙ্গে সঙ্গে ওই শিশুটিকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে, পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে রেড জ়োনে ভর্তি ছিল পালোক্ষী। তার মায়ের কাছ থেকে পড়শিরা জানতে পারেন, পালোক্ষীর মাথায় রক্ত জমাট বেঁধেছে। খুলির হাড় ভেঙে একটি টুকরো মাথায় ঢুকে গিয়েছে। চোট রয়েছে ঘাড়, পা এবং হাতেও। কিন্তু বয়সের কারণে চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করতে পারেননি। তবে মাথায় জমাট বাঁধা রক্তের চিকিৎসায় ওষুধ দেওয়া হচ্ছে। একটা সময়ে তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে থাকায় পালোক্ষীকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

পড়শিরা জানাচ্ছেন, শুয়ে থাকতে থাকতে মাঝেমধ্যে নিজেই ঘাড় তুলে ওঠার চেষ্টা করছে ওই একরত্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement