প্রতীকী ছবি।
পাকিস্তানের কোনও নাগরিকের দিল্লি ছাড়া অন্য জায়গা দিয়ে এ দেশে ঢোকার অনুমতি নেই। কিন্তু মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়া এক পাক নাগরিককে কলকাতা দিয়ে এ দেশে ঢোকার অনুমতি দিল কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।
বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার রাতে তাইল্যান্ডের একটি বিমান ব্যাঙ্কক থেকে করাচি যাচ্ছিল। কলকাতার আকাশ দিয়ে যাওয়ার সময়ে ওই বিমানের যাত্রী তথা পাক নাগরিক নিয়াজ ওয়ালি অসুস্থ বোধ করেন। তাঁর বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্ট হচ্ছিল। রাত ৯টা ২০ মিনিটে বিমানটি কলকাতায় নামে। বিমানবন্দরেরই একটি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ইউনিটে নিয়ে যাওয়া হয় নিয়াজকে। তাঁকে প্রাথমিক ভাবে অক্সিজেন ও ইঞ্জেকশন দেওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে।
এর পরে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করেন অভিবাসন দফতরের সঙ্গে। যে চিকিৎসক নিয়াজকে পরীক্ষা করেন, তাঁর দেওয়া শংসাপত্র দাখিল করা হয় অভিবাসন দফতরে। ওই দফতর কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ করে। পরে ওই অফিস তাঁকে কলকাতা হয়ে এ দেশে ঢোকার অনুমতি দেয়।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।