পবনের আগাম জামিনের আবেদন

সিআইডি তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে দমদম থানায় আরও যে তিনটি মামলা রয়েছে, তাতে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন করলেন জেসপ কর্তা পবন রুইয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৫৫
Share:

সিআইডি তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে দমদম থানায় আরও যে তিনটি মামলা রয়েছে, তাতে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন করলেন জেসপ কর্তা পবন রুইয়া।

Advertisement

পুলিশ জানায়, কালীপুজোর পরে দমদমের জেসপ কারখানায় আগুন লাগে। কারখানার মালপত্র চুরি হয়। ওই দুই ঘটনায় তিনটি অভিযোগ দায়ের হয় দমদম থানায়। সেই তিনটি মামলায় এ দিন আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জেসপ কর্তা। আজ, শুক্রবার হাইকোর্টে মামলা তিনটির শুনানি হতে পারে।

রেল-ও জেসপ কর্তার বিরুদ্ধে প্রতারণার পৃথক একটি অভিযোগ দায়ের করেছিল পুলিশের কাছে। রেলের দায়ের করা সেই প্রতারণা মামলায় সিআইডি গত ৯ ডিসেম্বর দিল্লির সুন্দরনগরের বাড়ি থেকে গ্রেফতার করে পবন রুইয়াকে। আদালতের নির্দেশে এখন সিআইডি-র হেফাজতে রয়েছেন তিনি।

Advertisement

এ দিনই আরও এক বার জেসপ কারখানায় ঢুকে আগুনে পুড়ে যাওয়া মালপত্রের নমুনা সংগ্রহ করেছেন সিআইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, এ দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত কারখানার ২৮ নম্বর গেটের শেডের ভিতর থেকে ওই নমুনা জোগাড় করা হয়। ২৮ নম্বর গেটের শেডেই রং ও রাসায়নিক মজুত ছিল। কালীপুজোর পরে ওই গুদামেই আগুন লাগে। এ দিন ঘণ্টা তিনেক ধরে কারখানায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিআইডি-র অফিসারেরা। খতিয়ে দেখা হয় কারখানার নিরাপত্তা ব্যবস্থাও। নিরাপত্তারক্ষীদের ফের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে লিখিত বয়ানও নেওয়া হয়েছে।

জেসপ কারখানার ভিতরে থাকা রেলের মালপত্রের তালিকা তৈরি করে সেই সব জিনিস বাজেয়েপ্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। আজ, শুক্রবারের মধ্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসক, রেলের ডিরেক্টরের (স্টোর্স) প্রতিনিধি এবং এডিজি সিআইডি-র প্রতিনিধির সেই সব মালপত্র বাজেয়াপ্ত করার কথা। হাইকোর্টের নির্দেশ, কী কী মাল বাজেয়াপ্ত করা হয়েছে তার রিপোর্ট ১৯ ডিসেম্বরের মধ্যে আদালতে পেশ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement