Brain Dead

Kolkata: শহরে আবারও অঙ্গদান, নিউ ব্যারাকপুরের ব্যক্তির কিডনি, লিভার, হৃদপিণ্ড, কর্নিয়া দান

নিউ ব্যারাকপুরের বাসিন্দা ৪৯ বছর বয়সি এক ব্যক্তির ব্রেনডেথের পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত। কিডনি, লিভার, কর্নিয়া, হৃদপিণ্ড দান করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৩:৪৫
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় আবারও অঙ্গদানের নজির ঘটতে চলেছে। নিউ ব্যারাকপুরের ৪৯ বছর বয়সি এক ব্যক্তির কিডনি, লিভার, হৃদপিণ্ড, কর্নিয়া দান করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

Advertisement

ফুলবাগানের এক বেসরকারি হাসপাতালে নিউ ব্যারাকপুরের বাসিন্দার ব্রেনডেথ হয়। তার পরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। জানা গিয়েছে, ওই ব্যক্তির একটি কিডনি এসএসকেএম হাসপাতালে প্রতিস্থাপন করা হবে। পশ্চিম মেদিনীপুরের ১৮ বছরের এক যুবকের দেহে প্রতিস্থাপন হবে। অন্য কিডনিটি ফুলবাগানের এক বেসরকারি হাসপাতালে ৫৪ বছর বয়সি এক মহিলার দেহে প্রতিস্থাপন করা হবে।

মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে হাওড়ার ৩৮ বছরের এক ব্যক্তির দেহে হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হবে। কর্নিয়া দান করা হয়েছে এক বেসরকারি চক্ষু হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement