—প্রতীকী চিত্র।
দক্ষিণ দমদমে যুবক খুনের ঘটনায় অবশেষে সোমবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিদেশ মাকাল। তাকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজত হয়। তদন্তকারীদের দাবি, ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বিদেশ।
তবে ঘটনায় বাকি অভিযুক্ত, তৃণমূল নেতা অভী দেবনাথ-সহ কয়েক জন এখনও অধরা। এখানেই স্থানীয়েরা প্রশ্ন তুলছেন, সব অভিযুক্তের হদিস কবে পাবেন তদন্তকারীরা? অভিযুক্তেরা প্রভাবশালী বলেই কি গ্রেফতারিতে এত সময় নিচ্ছে পুলিশ? পুলিশের অবশ্য দাবি, অভিযুক্তেরা ঘন ঘন স্থান পরিবর্তন করে আত্মগোপন করে থাকছেন। তাঁদের খোঁজ চলছে।
গত ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ দমদমের দক্ষিণ সুভাষনগরের বড় কাঠপোল এলাকা থেকে নয়ন সাহা (২৫) নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই রাতেই হাসপাতালে তিনি মারা যান। মৃতের পরিবারের অভিযোগ, নয়নকে পিটিয়ে মারা হয়েছে। তাতে স্থানীয় পুরপ্রতিনিধির স্বামী তথা তৃণমূল নেতা অভী এবং তাঁর সঙ্গীরা জড়িত। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের পরিজনেরা। যদিও ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশের অনুমান, আঘাতের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছিলেন বাসিন্দাদের একাংশ। একই দাবিতে থানায় স্মারকলিপি দিয়েছিল বিজেপি। শাসকদলের স্থানীয় নেতৃত্ব অবশ্য জানিয়েছিলেন, আইন আইনের পথে চলবে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।