State news

রানিকুঠিতে বেপরোয়া বাসের চাকার পিষে মৃত্যু বৃদ্ধার, আটক চালক

শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে রানিকুঠি মোড়ে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মৃতের নাম চিনু কুণ্ডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১২:২৪
Share:

চিনু কুণ্ড।

রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির চাকায় পিষে মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধার। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে রানিকুঠি মোড়ে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মৃতের নাম চিনু কুণ্ডু।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে রানিকুঠি মোড়ে রাস্তা পার হতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। সে সময়ই ৪১ নম্বর রুটের বেসরকারি বাসটি আচমকা তাঁর সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাসের চাকায় রীতিমতো পিষে যান বৃদ্ধা। ওই অবস্থাতেই বেশ কিছুটা চলে তারপর দাঁড়িয়ে পড়ে বাসটি।

সাত সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এসে ওই বৃদ্ধাকে চাকার তলা থেকে উদ্ধার করেন। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Advertisement

আরও পড়ুন: কাজাখস্তানে দোতলা বাড়ির উপর ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত বহু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement