Beniapukur Accident

সাতসকালে বেনিয়াপুকুরে পিষে মৃত্যু ফুটপাথবাসীর, দুধের গাড়ির ধাক্কা পার্ক করা গাড়িতে, তদন্তে পুলিশ

রবিবার সকালে বেনিয়াপুকুরে একটি দুধের গাড়ি বেপরোয়া গতিতে এসে পার্ক করে রাখা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। পার্ক করা গাড়িটি ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ০৯:৪৭
Share:

— প্রতীকী ছবি।

সাতসকালে শহরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ফুটপাথবাসীর। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর এলাকার সার্কাস অ্যাভিনিউয়ের কাছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে সার্কাস অ্যাভিনিউয়ের কাছে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়িতে। ধাক্কার অভিঘাতে পার্ক করে রাখা গাড়িটি গিয়ে সোজা ফুটপাথে উঠে পড়ে। সেখানেই শুয়ে ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁকে পিষে দেয়। মৃত্যু হয় তাঁর।

Advertisement

এ দিকে ধাক্কা মেরে দুধের গাড়িটি বেপাত্তা হয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে লালবাজার। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুধের গাড়িটিকে ধরার চেষ্টা চলছে। রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়িটির মালিককেও ডেকে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement