Crime

ভ্রমণ সংস্থার নামে প্রায় ছ’লক্ষ টাকা হাতিয়ে দেওঘরে ধৃত

একটি ভ্রমণ সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে ফোন করেছিল ওই ব্যক্তি। অনেকটা কম দামে একটি উড়ান সংস্থার টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ০৬:৫৮
Share:

প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। প্রতীকী ছবি।

নিজেকে ভ্রমণ সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে অনেকটা কম দামে উড়ানের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম মাকসুদ আনসারি। তার বিরুদ্ধে প্রায় ছ’লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের দেওঘর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ৮ মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশি সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বরে কলকাতা পুলিশের কাছে প্রতারণার এই অভিযোগ দায়ের করেন রাসেল স্ট্রিটের বাসিন্দা সুদর্শন মিত্তল নামে এক ব্যক্তি। পুলিশকে তিনি জানান, একটি ভ্রমণ সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে ফোন করেছিল ওই ব্যক্তি। অনেকটা কম দামে একটি উড়ান সংস্থার টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল সে। অভিযোগকারীর ফোনে একটি অ্যাপও নামানো হয় ছল করে। এর পরে অভিযুক্তের কথা মতো কাজ করে অভিযোগকারী দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ ৯৮ হাজার ৩০৪ টাকা উধাও। এর‌ পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের মোবাইলের টাওয়ারের অবস্থানের পাশাপাশি অন্যান্য কিছু বিষয়ও দেখতে শুরু করে। দেখা যায়, যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, সেটি দেওঘরের। এ-ও জানা যায়, অভিযোগকারীর টাকা বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দেখা যায়, অ্যাকাউন্টটি যাঁর, তাঁর সঙ্গে মিলে যাচ্ছে দেওঘরের ব্যক্তির বিবরণ। কলকাতা পুলিশের একটি দল দেওঘরে যায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় মাকসুদকে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং দু’টি সিম কার্ড উদ্ধার হয়েছে। খোয়া যাওয়া টাকাও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement