প্রতীকী ছবি।
একাধিক ভুয়ো ওয়েবসাইট খুলে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে বুধবার রাতে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। ধৃতদের নাম রবীন্দ্রনাথ মণ্ডল এবং সুপ্রজিৎ মুখোপাধ্যায়। ধৃতদের থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ, চেকবুক এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ২০১৯ সালের মে মাসে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানানো হয়, বহু চাকরিপ্রার্থী ভুয়ো নিয়োগপত্র নিয়ে তাঁদের দফতরে যোগাযোগ করছেন। তদন্তে নেমে পুলিশ যাদবপুর ও ঠাকুরপুকুর এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে। ধৃতেরা ওই প্রতারণা চক্রের পাণ্ডা বলেই মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ভুয়ো ওয়েবসাইটগুলি তৈরি করেছিল ধৃত শুভজিৎ। এর পরে ওই চক্রের এজেন্টরা চাকুরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত এবং ওই ভুয়ো ওয়েবসাইটগুলিতে তাঁদের নাম তুলে দিত। এর পরে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হত চাকুরিপ্রার্থীদের। এই ভাবে ওই চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে বলে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রের খবর, ধৃত রবীন্দ্রনাথ অভিনয় জগতের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। সেই তথ্য যাচাই করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।