Kidnapping

ময়দান এলাকায় অপহৃত বিহারের ব্যবসায়ী, ছাড়া পেলেন ১০ লক্ষের মুক্তিপণে! গ্রেফতার এক

কলকাতা পুলিশ জানিয়েছে, বিহারের বৈশালী জেলার হাজিপুরের বাসিন্দা রাজেশকুমার রায়ের অভিযোগ, তাঁকে ময়দান থানা এলাকা থেকে অপহরণ করেছিলেন শেখ সেলিম-সহ কয়েক জন দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ২০:০৯
Share:

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার শেখ সেলিম নামে এক অভিযুক্ত। —নিজস্ব চিত্র।

বিহারের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কলকাতার এক যুবককে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। তদন্তে নেমে সোমবার পার্ক সার্কাসের ওই বাসিন্দাকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম শেখ সেলিম।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, বিহারের বৈশালী জেলার হাজিপুরের বাসিন্দা রাজেশকুমার রায়ের অভিযোগ, তাঁকে ময়দান থানা এলাকা থেকে অপহরণ করেছিলেন শেখ সেলিম-সহ কয়েক জন দুষ্কৃতী। তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়েছিল। দুষ্কৃতীদের দাবি মেনে ওই বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন তিনি।

সোমবার ময়দান থানায় অভিযোগ দায়ের করেন বছর পঁয়তাল্লিশের রাজেশ। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ময়দান থানার পুলিশ-সহ গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

Advertisement

মঙ্গলবার পার্ক সার্কাস এলাকার আরকে চ্যাটার্জি রোডের বাসিন্দা শেখ সেলিমকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement