কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।
একাধিক বার অভিযোগ জানানো সত্ত্বেও একটি বেআইনি বহুতল ভাঙতে উদ্যোগী হয়নি হাওড়া পুরসভা। শুধুমাত্র নোটিস পাঠিয়েই দায় সেরেছিল তারা। শেষে ওই জমির মালিকেরা কলকাতা হাই কোর্টে মামলা করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শুধু ওই বহুতলের ছাদই নয়, দেওয়ালও ভেঙে দিল পুরসভা।
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার ২৪ নম্বর ওয়ার্ডের কালী কুণ্ডু লেনে ওই বহুতলের পাঁচতলা পর্যন্ত অনুমোদন দিয়েছিলেন পুর কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, তার পরেও সংশ্লিষ্ট প্রোমোটার আরও দু’টি তল বানিয়ে নেন। অর্থাৎ, বহুতলটি দাঁড়ায় সাততলা। এ নিয়ে জমির মালিকেরা পুরসভায় অভিযোগ জানালে পুর প্রশাসন সংশ্লিষ্ট প্রোমোটারকে বলে অবৈধ দু’টি তল ভেঙে দিতে। কিন্তু অভিযোগ, প্রোমোটার বেআইনি অংশ ভাঙার ব্যাপারে উদ্যোগী হননি এবং পুরসভাও কিছু করেনি।
শেষে ওই বেআইনি অংশ ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে জমির মালিকদের তরফে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী নিবেদিতা চক্রবর্তী। এর পরেই আদালত নির্দেশ দেয়, ওই দু’টি তলই ভেঙে দিতে হবে। সেই মতো পুরসভা বহুতলটির ছাদ ও দেওয়াল ভেঙে দেয়। হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানান, বেআইনি অংশ ভেঙে দেওয়ার রিপোর্ট ছবি-সহ বুধবারই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।