ঘটনায় গ্রেফতার হয়েছে অনিন্দ্য মুখোপাধ্যায়, তারক হালদার, ইব্রাহিম মণ্ডল নামে তিন ব্যক্তি। নিজস্ব চিত্র।
খাস কলকাতায় উদ্ধার হল বাঘের চামড়া। বাইপাসের ধারে একটি হোটেলে তল্লাশি চালিয়ে পূর্ণ বয়স্ক একটি বাঘের চামড়া উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অনিন্দ্য মুখোপাধ্যায়, তারক হালদার, ইব্রাহিম মণ্ডল নামে তিন ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বন দফতর সূত্রে খবর, আনন্দপুর থানা এলাকার ওই হোটেলে একটি ঘর ভাড়া নিয়ে আত্মগোপন করেছিলেন তিনজন। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের আধিকারিকরা বন দফতরের সঙ্গে যৌথ ভাবে ওই হোটেলে হানা দেন।
ওই চামড়াটি রয়াল বেঙ্গলে টাইগারের বলে বন দফতর সূত্রে খবর। বিক্রির উদ্দেশ্যে বাঘের চামড়াটি হোটেলে আনা হয়েছিল। কোথা থেকে বাঘের চামড়াটি ধৃতদের হাতে এল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে অনুমান বন দফতরের।
আরও পড়ুন-২৪ ঘণ্টার মধ্যে চার দুর্ঘটনা, মৃত্যু দু’জনের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিন্দ্য এবং তারকের বাড়ি কলকাতায়। ইব্রাহিমের বাড়ি অশোকনগরে বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর ধৃতদের নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়।