South Dum Dum

South Dum Dum: আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ায় চিন্তা দক্ষিণ দমদমে

এই পরিস্থিতির কথা মাথায় রেখে এ দিন দক্ষিণ দমদমে দু’টি সেফ হোম চালু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হোমে কেউ ভর্তি হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ০৬:২৭
Share:

ফাইল চিত্র।

দক্ষিণ দমদমে করোনা আক্রান্তের সংখ্যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তাদের কপালে। বুধবার ওই পুরসভা এলাকায় মোট ১৬৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। গত তিন দিনে মোট ৩৬৬ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে।

Advertisement

এই পরিস্থিতির কথা মাথায় রেখে এ দিন দক্ষিণ দমদমে দু’টি সেফ হোম চালু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হোমে কেউ ভর্তি হননি। পুর প্রশাসনের একাংশের বক্তব্য, দ্বিতীয় ঢেউয়ের সময়ে হাসপাতালের শয্যা ও অক্সিজেনের চাহিদা বেশি ছিল। এ বার বেশির ভাগ রোগীই বাড়িতে চিকিৎসাধীন। তবে আক্রান্ত হওয়ার হার স্বস্তিদায়ক নয় বলে প্রশাসন সূত্রের খবর।

তবে এখনও বাসিন্দাদের একাংশের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে অভিযোগ। বাজার এলাকায় বিধিভঙ্গের ঘটনাও ঘটছে। মাস্ক পরার প্রবণতা সামান্য বাড়লেও ভিড় করে বাজার করতে দেখা যাচ্ছে অনেককেই। সুজিত পোদ্দার নামে স্থানীয় এক বাসিন্দা বললেন, ‘‘বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। স্বল্প আয়তনের দোকানে ক্রেতা বেশি হলে এমন অবস্থাই হবে।’’ আবার বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, যে ভাবে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, তাতে বাজার এলাকায় বিশেষ নজর দিতে হবে প্রশাসনকে।

Advertisement

প্রশাসনের একাংশের কথায়, প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। প্রয়োজনে বাজার নিয়ে পদক্ষেপ করা হবে। তবে সব স্তরে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণ দমদম পুরসভার মুখ্য প্রশাসক জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা মঙ্গলবার কমেছিল। কিন্তু, বুধবার প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। তিনি জানান, এখনও হাসপাতালে, সেফ হোমে ভর্তি হওয়া কিংবা অক্সিজেন-সহ স্বাস্থ্য পরিষেবার চাহিদা বাড়েনি। তবে আক্রান্তের সংখ্যা ভাবাচ্ছে প্রশাসনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement