নীলরতন সরকার হাসপাতাল থেকে বার করে নিয়ে আসা হচ্ছে অভিজিৎ সরকারের দেহ। ফাইল চিত্র।
নিহত বিজেপি নেতা অভিজিৎ সরকারের দেহ হস্তান্তরের সময় নীলরতন সরকার হাসপাতালে হোমগার্ডকে চড় মারার অভিযোগ ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় বিজেপি নেতা দেবদত্ত মাজি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এই ঘটনায় এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন হোমগার্ড জিতেন্দ্র শর্মা। জিতেন্দ্র উল্টোডাঙ্গা থানায় কর্মরত। তাঁর অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, কাজে বাধা দেওয়া, ভয় দেখানো, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা শুরু হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
ভোটের পর বেলেঘাটায় খুন হন অভিজিৎ। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। শেষকৃত্যের জন্য শুক্রবার এনআরএস হাসপাতালের মর্গ থেকে অভিজিতের দেহ আনতে যান বিজেপি নেতা কর্মীরা। পুলিশের সঙ্গে হাসপাতাল চত্বরেই ধুন্ধমার বেধে যায় বিজেপি কর্মীদের। সেই সময় ধাক্কাধাক্কি এবং হোমগার্ডকে চড় মারা হয়ে বলে অভিযোগ।