NRS Medical College and Hospital

NRS Medical College: কিডনি প্রতিস্থাপন এনআরএসে, সুস্থ হয়ে ফিরলেন যুবক

কয়েক দিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনাদিবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৬:১৫
Share:

ফাইল চিত্র।

চার বছর আগে কিডনির অসুখ ধরা পড়ায় আচমকাই থমকে গিয়েছিল স্বাভাবিক জীবনযাপন। স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি ব্যাট হাতে ছক্কা হাঁকানোটাও বন্ধ হয়ে গিয়েছিল নদিয়ার সুজিত মণ্ডলের। পেশায় রাজমিস্ত্রি, বাবা অনাদি মণ্ডল বুঝতে পারতেন না, বছর সাতাশের ছেলেটাকে কী ভাবে বাঁচাবেন!

Advertisement

১৩ জুলাই ওই যুবকের কিডনি প্রতিস্থাপনের মাধ্যমেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই পরিষেবা চালু হয়। বাবা অনাদিবাবুর কিডনি প্রতিস্থাপিত হয়েছে সুজিতের শরীরে। কয়েক দিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনাদিবাবু। তবে বুধবার ছেলেকে বাড়ি নিয়ে যেতে স্ত্রী গীতারানিদেবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। বললেন, “বাবা-ছেলের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় চিকিৎসকেরা বুঝিয়েছিলেন, আমার একটা কিডনিতে বেঁচে থাকবে ছেলেটা। সেই কথা শুনেছিলাম বলে আর চিকিৎসকদের সহযোগিতাতেই আজ ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছি।”

সুজিতের সুস্থতায় খুশি তাঁর চিকিৎসকেরাও। এনআরএসের নেফ্রোলজি বিভাগের প্রধান চিকিৎসক পিনাকী মুখোপাধ্যায় বলেন, “সুজিত এখন স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। দৈনিক ওঁর প্রস্রাবের পরিমাণ, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা সব স্বাভাবিক। তবে নির্দিষ্ট সময় অন্তর এক বার করে চেক-আপ করাতে আসতে হবে।” ২৮ জুন হাসপাতালে ভর্তি হন সুজিত। এক মাস ছ’দিন পরে বাড়ি ফিরে তিনি বলছেন, “আর হয়তো পড়াশোনা হবে না। এ বার কাজ করে বাবা-মাকে দু’মুঠো ভাত যেন দিতে পারি, সেই চেষ্টা করব। তবে আবার ব্যাট হাতে ছক্কা হাঁকাব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement