NRC

পুরসভার ওয়েবসাইটে এনপিআর বিতর্ক, অভিযোগ দায়ের থানায়

কলকাতা পুরসভার ওয়েবসাইটের ছবি দিয়ে, সেখানে এনপিআরের (জাতীয় নাগরিকপঞ্জী রেজিস্টার) তথ্য রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ২১:৪৫
Share:

এই ছবিটি ঘিরেই ছড়িয়েছে বিতর্ক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কলকাতা পুরসভার ওয়েবসাইটে এনপিআর বিতর্কে এ বার থানায় অভিযোগ দায়ের হল। সোমবার এ বিষয়ে সাইবার থানা এবং নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

কলকাতা পুরসভার ওয়েবসাইটের ছবি দিয়ে, সেখানে এনপিআরের (জাতীয় নাগরিকপঞ্জী রেজিস্টার) তথ্য রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মনে করা হয়েছিল, ওই সাইটটি হ্যাক করা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটের পুরনো একটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ছড়ানো হয়েছে। ওয়েবসাইটটি হ্যাক হয়নি।

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এনপিআর এবং পুরসভার ওয়েবসাইটের বিষয়টি নিয়ে ফেসবুকে মন্তব্য করা হয়। তা নিয়ে পুরসভার অন্দরেও হইচই পড়ে যায়। ঠিক কী ঘটনা ঘটেছে, তা নিয়ে খোঁজ নেন মেয়র ফিরহাদ হাকিমও। এ দিন অভিযোগ জানানোর পর, পুরসভার ওয়েবসাইট নিয়ে কে বা কারা এই ভুল তথ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, ২০১০ সালে এনপিআর হওয়ার পর সেই সময়ের তথ্য ওয়েবসাইটে ছিল। তার পর আর নতুন করে কিছু হয়নি।

Advertisement

আরও পড়ুন: এক এক করে ফাঁসি দেওয়া হোক দণ্ডিতদের, বললেন নির্ভয়ার মা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement