টালায় বন্ধ হচ্ছে ভারী গাড়ি

টালা সেতু বন্ধ রাখা হলে রাতের শহরে পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে চাপ পড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৫
Share:

—ফাইল চিত্র।

টালা সেতুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পণ্যবাহী ভারী যানবাহনের চলাচল। পুলিশ সূত্রের খবর, পূর্ত দফতরের অনুরোধে আজ, শনিবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হবে। ওই সেতুটি আবার কবে পণ্যবাহী গাড়ির জন্য খোলা হবে, তা পূর্ত দফতর জানায়নি। তবে একটি সূত্রের দাবি, সেতুর অবস্থা ভাল নয়। তাই ভারী গাড়ি বন্ধ রাখতে বলা হয়েছে। লালবাজারের এক কর্তা জানান, পুজোর পরে মেরামতির জন্য টালা সেতু তিন দিন পুরোপুরি বন্ধ রাখা হবে।

Advertisement

টালা সেতু বন্ধ রাখা হলে রাতের শহরে পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে চাপ পড়বে। পুলিশ জানায়, বি টি রোড দিয়ে প্রচুর পণ্যবাহী গাড়ি শহরে যাতায়াত করে। চিৎপুর লকগেট সেতু এবং আর জি কর রোডে আগে থেকেই পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। টালা সেতুতেও তা বন্ধ হওয়ায় পণ্যবাহী যানবাহনকে দমদম রোড বা যশোর রোড দিয়ে ঘুরিয়ে ভিআইপি রোড দিয়ে শহরে পাঠানো হবে। হাডকো মোড় থেকে দক্ষিণ কলকাতামুখী গাড়ি বাইপাস দিয়ে যাবে। উত্তর ও মধ্য কলকাতামুখী গাড়ি কাঁকুড়গাছি রেল সেতু, মানিকতলা দিয়ে আসবে। সত্য ডাক্তার রোডে মেরামতির জন্য বন্দর এলাকাতেও পণ্যবাহী গাড়ি চলাচলে সমস্যা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement