Harassment

যৌন সংখ্যালঘুদের হেনস্থা নয়, বার্তা পুলিশে

সমকামী বা মেয়েলি পুরুষদের প্রতি আচরণে কারও কারও খামতি থাকে। তাঁদের সচেতন করাই আমাদের দায়িত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৪:৫৬
Share:

ছবি সংগৃহীত

যৌন ঝোঁক বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে কারও মর্যাদাহানি করা যাবে না বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন ডিভিশনে নির্দেশ জারি করলেন ডিসি কামনাশিস সেন। সোমবার এ কথা জানিয়ে তিনি বলেন, ‘‘সপ্তাহখানেক আগে এক ‘নারীসুলভ’ তরুণকে নারায়ণপুর থানায় আটকে হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা ডিভিশনের থানাগুলিকে সজাগ করতে চাই। মঙ্গলবার নির্দেশটি পৌঁছে যাবে।’’

Advertisement

এ দিন অভিযোগকারী কলেজছাত্র ও তাঁর আইনজীবী সুমন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কামনাশিসবাবু। তাঁর মতে, ‘‘সব পুলিশ সমান নয়। সমকামী বা মেয়েলি পুরুষদের প্রতি আচরণে কারও কারও খামতি থাকে। তাঁদের সচেতন করাই আমাদের দায়িত্ব।’’

যৌন সংখ্যালঘুদের অধিকার রক্ষা কর্মী বাপ্পাদিত্য মুখোপাধ্যায়ের কথায়, ‘‘পুলিশ সমস্যাটি বুঝেছে, এটা ভাল দিক। ব্যক্তি পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানোর থেকেও সামাজিক মানসিকতা বদলে মানবিক দৃষ্টিভঙ্গি গড়ার চেষ্টাই জরুরি।’’ পুলিশের এখনকার ভূমিকায় সন্তুষ্ট অভিযোগকারী তরুণও। ভবিষ্যতে তৃতীয় লিঙ্গ তথা যৌন সংখ্যালঘুদের নিয়ে সচেতনতার কর্মশালা করতে চান বলেও জানিয়েছেন ডিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement