প্রতীকী ছবি।
পরিবেশবান্ধব জ্বালানি (সিএনজি) কলকাতায় আনার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলি কাটাতে রাজ্য কী পরিকল্পনা করছে সেই রিপোর্ট চলতি মাসের শেষের মধ্যে জমা দিতে নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত।
কারণ, সিএনজি সরবরাহকারী সংস্থা ‘গেল (ইন্ডিয়া) লিমিটেড’ পরিবেশ আদালতের কাছে জমা দেওয়া রিপোর্টে গ্যাস আনার জন্য পাইপলাইন বসানোর সমস্যার কথা জানিয়েছে। পাইপলাইন বসাতে জমি অধিগ্রহণ করতে হবে। তার পরেই সংশ্লিষ্ট সংস্থাকে তা ব্যবহারের অধিকার (রাইট অব ইউজার বা আরওইউ) দিতে হবে। কিন্তু সেই প্রক্রিয়াই অত্যন্ত ঢিমেতালে হচ্ছে বলে জানানো হয়েছে সিএনজি সরবরাহকারী ওই সংস্থার তরফে। তারই পরিপ্রেক্ষিতে পরিবেশ আদালত দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।
মামলার আবেদনকারী সুভাষ দত্ত জানাচ্ছেন, ২০১৫ সাল থেকে মামলাটি চলছে। এই নিয়ে পরিবেশ আদালত একাধিক নির্দেশও দিয়েছে। অথচ রাজ্য সরকারের টালবাহানায় এখনও পর্যন্ত পরিবেশবান্ধব জ্বালানি শহরে আসতে পারেনি। তাঁর কথায়, ‘‘এত দিনে আরওইউ-ই হয়নি। রাজ্য সরকার সেই প্রক্রিয়া ফেলে রেখেছে। এই পরিস্থিতি থাকলে আগামী ২৫ বছরেও পরিবেশবান্ধব জ্বালানি এ শহরে আসবে কি না সন্দেহ।’’