বন্ধ করে দেওয়া হল একটি লেন।
আশঙ্কাই সত্যি হল। তীব্র যানজটের জেরে পরীক্ষামূলক ভাবে খোলার আধ ঘণ্টার মধ্যেই মা উড়ালপুলের একটি লেন বন্ধ করে দিতে হল।
গাড়ির চাপে জেরবার হয়ে শেষমেশ বাইপাস থেকে পার্কসার্কাসগামী লেনটি বন্ধ করে দেয় পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় মা উড়ালপুলের ওই লেনটি চালু করা হয়েছিল। কিন্তু তার আধ ঘণ্টার মধ্যেই পার্কসার্কাস মোড়ে গাড়ির চাপ এতটাই বেড়ে যায় যে, তিলজলার দিক থেকে আসা গাড়িগুলি আর উড়ালপুল থেকে নামতেই পারছিল না। নীচে রাস্তায় এবং উড়ালপুলের উপরে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। বাধ্য হয়ে উড়ালপুলের ওই লেনটি সাড়ে ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। তবে সল্টলেকের দিক থেকে থেকে পার্কসার্কাসগামী লেনটি চালু রয়েছে। চালু রয়েছে এজেসি বসু রোড থেকে পরমা উড়ালপুলের সংযোগকারী র্যাম্পটিও।
ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল বছর খানেক আগে। পরমা উড়ালপুলের উদ্বোধনের পরই তীব্র যানজটে জেরবার হয়ে যায় পার্ক সার্কাস মোড়। স্তব্ধ হয়ে গিয়েছিল যানবাহনের গতি। ভোগান্তি থেকে রেহাই পেতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় উড়ালপুলের উভমুখী যাতায়াত। তবে অনুমান করা হয়েছিল, এজেসি বসু রোডের উড়ালপুলের সঙ্গে পরমা উড়ালপুলের সংযোগ হলেই এই সমস্যা মিটে যাবে। এ দিন সেটাই পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।
পার্ক সার্কাসে নামার মুখে্ বিশাল জ্যাম।
এ দিন সমস্যাটা ঠিক কোথায় হল?
পুলিশ সূত্রে খবর, এজেসি বসু রোড এবং পরমা উড়ালপুলের সংযোগকারী র্যাম্পটি চালু হওয়া ছাড়াও আরও একটি কাজ করা হয়েছে। পরমা উড়ালপুলটি এত দিন একমুখী ছিল। পার্ক সার্কাস থেকে আসা গাড়িগুলি সল্টলেক এবং গড়িয়ামুখী বাইপাসের দিকে যেতে পারত। এ দিন সকাল ৯টা থেকে উড়ালপুলটির উভমুখী লেন চালু হয়। তাতেই ঘটে বিপত্তি। সল্টলেকের দিক থেকে ততটা প্রভাব না পড়লেও, বাইপাসের দিক থেকে আসা গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় পার্ক সার্কাসে নামার মুখেই যানজট তৈরি হয়ে যায়। অফিস টাইমের ব্যস্ত সময়ে যা সামলাতে কালঘাম ছুটে যায় ট্রাফিক পুলিশের। চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বাইপাসের দিক থেকে আসা লেনটি বন্ধ করে দেওয়া হয়।
ছবি: দেশকল্যান চৌধুরী।