পাম্পিং স্টেশন। ফাইল চিত্র।
ভারী বৃষ্টি হলে জল জমাটাই দস্তুর দক্ষিণ দমদম পুরসভার অজয়নগর এলাকায়। সংলগ্ন কলকাতা পুরসভা এলাকার অবস্থাও প্রায় একই রকম। পাম্প দিয়ে জল বার করলে অবস্থা হয় আরও ভয়াবহ। এক এলাকার জল গিয়ে অন্য এলাকার জল-যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়।
গত ৩০ বছরে এ নিয়ে বিস্তর আন্দোলন হয়েছে এলাকায়। এত দিনে দক্ষিণ দমদমের সেই সমস্যা মিটতে চলেছে। জমা জল বার করতে বৃহস্পতিবার সেখানে শিলান্যাস হল একটি বুস্টার পাম্পিং স্টেশনের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকল্পের শিলান্যাস করেন। সাম্প্রতিক বৃষ্টিতে শহরে জল জমা নিয়ে ফিরহাদ বলেন, ‘‘আগে কলকাতায় জল জমলে তা নামতে অনেক সময় লাগত। এখন তা অতীত। বেহালা ও যাদবপুর লাগোয়া যে সব এলাকা পরে কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত হয়েছে, জল জমার সমস্যা সেখানেই বেশি।’’ তিনি জানান, বেহালা মাত্র পাঁচ বছর আগে কলকাতা পুরসভায় ঢুকেছে। আর যাদবপুর এলাকা আগে যুক্ত হলেও বাম সরকার কিছুই করেনি বলে অভিযোগ তাঁর।
কলকাতা ও দক্ষিণ দমদম পুরসভার যৌথ উদ্যোগে তৈরি হবে অজয়নগরের ওই বুস্টার পাম্পিং স্টেশন। তাতে উপকৃত হবে দক্ষিণ দমদমের ছ’টি এবং কলকাতার তিনটি ওয়ার্ড। প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬ কোটি টাকা। পুরপ্রধান বলেন, ‘‘দুই পুরসভা যৌথ ভাবে পরিকল্পনা করায় এই প্রকল্প সম্ভবহত।’’ তিনি জানান, রেলের যে জমিতে প্রকল্পটি হবে সেটি বেদখল হয়ে গিয়েছিল। জমি উদ্ধার করে রেলের কাছ থেকে নিতেও বেশ কিছু সময় লেগেছে।