Narendrapur

স্কুলের দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

ঘটনার পরেই প্রধান শিক্ষকের স্কুলে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে বারুইপুরের মহকুমাশাসককে স্কুল চালানোর দায়িত্ব দেয় কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচনের কথাও বলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নিলেন কমলেশ দাস। শুক্রবার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে স্কুলের শিক্ষকদের বৈঠকে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়। দিনকয়েক আগে ওই স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের উপরে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় প্রহৃত শিক্ষকেরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ-সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হলেও অভিযুক্ত প্রধান শিক্ষক-সহ এক তৃণমূল নেতা এখনও পলাতক।

Advertisement

ঘটনার পরেই প্রধান শিক্ষকের স্কুলে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে বারুইপুরের মহকুমাশাসককে স্কুল চালানোর দায়িত্ব দেয় কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচনের কথাও বলা হয়। এ দিন মহকুমাশাসক চিত্রদীপ সেন, সোনারপুরের বিডিও শিঞ্জিনী সেনগুপ্তের উপস্থিতিতে শিক্ষকদের বৈঠকে কমলেশকে বেছে নেওয়া হয়। বিডিও বলেন, “সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাছা হয়েছে। তিনিই স্কুলের কাজকর্ম চালাবেন। প্রশাসনের নজরদারিও থাকবে।” কমলেশ বলেন, “সঙ্কটের সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হল। চেষ্টা করব, পরিস্থিতি সামলে স্কুলে স্বাভাবিক পরিবেশ ফেরানোর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement