কলকাতা বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।
এ রাজ্যে গত কয়েক বছর ধরেই অর্থনীতি নিয়ে পড়ার আগ্রহ কমছে পড়ুয়াদের মধ্যে। রাজ্যের প্রথম সারির কিছু কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যত্র বছরের পর বছর বহু আসন ফাঁকা পড়ে থাকছে। এমন কলেজও রয়েছে, যেখানে চলতি শিক্ষাবর্ষে ভর্তির পরে এখন দেখা যাচ্ছে, অর্থনীতিতে এক জন পড়ুয়াও নেই। এমন পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতির স্নাতক পাঠ্যক্রমে ‘স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স’-এর আওতায় যোগ করছে ‘পাওয়ার বি আই’ এবং ‘পাওয়ার কোয়েরি’। শিক্ষকমহলের মতে, এই ধরনের আধুনিক বৃত্তিমুখী বিষয় যোগ করলে পড়ুয়াদের অর্থনীতি নিয়ে পড়ার আগ্রহ বাড়তে পারে।
মঙ্গলবার নিউ আলিপুর কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির একাংশের শিক্ষকদের নিয়ে এই বিষয়ে কর্মশালা হল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক দেবাশিস বিশ্বাস। তাঁর নিজের বিষয়ওঅর্থনীতি। তিনি জানালেন, অর্থনীতির পাঠ্যক্রমে এমন বিষয় অন্তর্ভুক্ত করা দরকার, যা কর্মসংস্থানতৈরিতে সাহায্য করবে। তাঁর মতে, ‘পাওয়ার বি আই’ এবং ‘পাওয়ার কোয়েরি’ যোগ হওয়ায়পড়ুয়াদের মধ্যে এই বিষয় নিয়ে পড়ার আগ্রহ বাড়তে পারে। ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় নিজে অর্থনীতির শিক্ষক। তিলকও মনেকরেন, আধুনিক বৃত্তিমুখী বিষয় পাঠ্যক্রমে যোগ করলে পড়ুয়াদের মধ্যে অর্থনীতি নিয়ে পড়ার আগ্রহ বাড়তে পারে।