পার্কিং সমস্যা মেটাতে নয়া অ্যাপ

নিউ আলিপুরের বাসিন্দা দেবকান্ত নায়েক পারিবারিক অনুষ্ঠানে এক্সাইড মোড়ে গিয়েছিলেন গাড়ি নিয়ে। ওই এলাকায় দু’চক্কর কেটেও কোনও পার্কিংয়ের জায়গা খুঁজে পেলেন না তিনি। শেষে প্রায় কুড়ি মিনিট পরে মিডলটন স্ট্রিটে গাড়ি রেখে হেঁটে এসে অনুষ্ঠানে পৌঁছন তিনি।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৩
Share:

নিউ আলিপুরের বাসিন্দা দেবকান্ত নায়েক পারিবারিক অনুষ্ঠানে এক্সাইড মোড়ে গিয়েছিলেন গাড়ি নিয়ে। ওই এলাকায় দু’চক্কর কেটেও কোনও পার্কিংয়ের জায়গা খুঁজে পেলেন না তিনি। শেষে প্রায় কুড়ি মিনিট পরে মিডলটন স্ট্রিটে গাড়ি রেখে হেঁটে এসে অনুষ্ঠানে পৌঁছন তিনি।

Advertisement

ক্যামাক স্ট্রিটে নির্দিষ্ট পার্কিং লটে গাড়ি রেখে অমিত রায় গিয়েছিলেন শপিং করতে। এক ঘণ্টার মধ্যে ফিরে গাড়িতে উঠতেই পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মী দু’ঘণ্টার ভাড়া দাবি করেন। এ নিয়ে শুরু হয় বচসা। পরে ট্র্যাফিক কর্মীরা এসে অবস্থা সামাল দেন।

পার্কিংয়ের জায়গা খুঁজে বার করা নিয়ে এমন নানা ঝামেলায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে অফিস টাইমে এই সমস্যা বা়ড়ে। সেই সঙ্গে নির্দিষ্ট এলাকায় পার্কিং করতে না পেরে বারবার ঘুরতে গিয়ে সময় এবং জ্বালানি দুটোই খরচ হয়। এই সমস্যার সমাধানের জন্য কলকাতা পুলিশ অ্যাপের মাধ্যমে অনলাইন গাড়ি পার্কিং শুরু করেছে। আপাতত মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে ওই সুবিধা নিতে পারবেন শহরবাসী।

Advertisement

লালবাজার জানিয়েছে, ট্রায়াল হিসেবে ওই এলাকাগুলিতে ‘স্মার্ট পার্কিং’ নামে অ্যাপের মাধ্যমে রাস্তার পাশে পার্কিং লটে গাড়ি রাখা যাচ্ছে। দ্রুত গোটা শহরে এই ব্যবস্থা চালু হবে। এর মাধ্যমে বাড়িতে বসে নির্দিষ্ট এলাকায় পার্কিং বুক করা যাবে। ভবিষ্যতে ওই অ্যাপের মাধ্যমেই পার্কিংয়ের টাকাও মেটানো যাবে বলে জানিয়েছে পুলিশ। এক অফিসার জানান, গোটা শহরে ওই অ্যাপ চালু হয়ে গেলে অতিরিক্ত টাকা আদায় বন্ধ হবে। পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা কোথাও নির্দিষ্ট সংখ্যার বেশি গাড়ি পার্কিংও করাতে পারবেন না।

পুরসভা এবং পুলিশ সূত্রের খবর, শহরের পার্কিংয়ের দায়িত্বে রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা। তাঁদের সঙ্গে কথা বলে লালবাজার ‘স্মার্ট পার্কিং’ নামে ওই অ্যাপ চালু করেছে। প্রথমে অ্যাপে নিজের গাড়ি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপে দেখা যাবে কোথায় কোথায় পার্কিং রয়েছে। চালক প্রয়োজনীয় পার্কিংয়ের জায়গা বেছে নিয়ে তাতে ক্লিক করলে সেই পার্কিং লটে জায়গা ফাঁকা আছে কিনা জানা যাবে। ফাঁকা পার্কিং আগে থেকে বুক করাও যাবে।

তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে অ্যাপের মাধ্যমে দেখে নিয়ে পার্কিং লটে গিয়েই গাড়ি রাখা যাচ্ছে। গাড়ি রাখার পরে পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মী নিজেদের ‘স্মার্ট পার্কিং এজেন্ট’ অ্যাপে ওই গাড়ির নম্বর আপলোড করলে চালকের কাছে একটি ওটিপি যাবে। তা ওই কর্মীকে জানালেই অ্যাপে নথিভুক্ত হয়ে যাবে গাড়ির নম্বর। পুরো ব্যবস্থা চালু হয়ে গেলে পার্কিং নিয়ে বিভিন্ন দুর্নীতি অনেকটাই কমে যাবে বলেই পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement