—নিজস্ব চিত্র।
নোয়াপাড়া ছাড়িয়ে কলকাতা মেট্রো এগিয়েছে দক্ষিণেশ্বর পর্যন্ত। সোমবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে সেই সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করা হলেও যাত্রীদের জন্য এর পরিষেবা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হচ্ছে না। ফলে কবি সুভাষ থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে!
সোমবার হুগলি জেলার সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ মাঠে একটি জনসভা করেন মোদী। মোদীর সভার জন্য ওই মাঠে দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে। কারণ, এই সভা থেকে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করা ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।
বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনের উদ্বোধনের অনুষ্ঠানে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী-সহ কয়েক জন আধিকারিককে ওই মঞ্চে ছিলেন।
এক নজরে মোদীর বক্তব্য:
সবুজ পতাকা দেখিয়ে দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করলেন মোদী।