Narada Case

Narada Case: নারদ মামলায় মুখ্যমন্ত্রীর হলফনামা গ্রহণ নিয়ে বিবেচনা, বুধবার রায় দিতে পারে হাই কোর্ট

৯ জুন হাই কোর্টে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা দিতে চায় রাজ্য। কিন্তু হাই কোর্ট হলফনামা নেয়নি। তার পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৩:৪২
Share:

রাজ্য কেন আগে হলফনামা জমা দেয়নি, প্রশ্ন তুলেছে হাই কোর্ট ফাইল চিত্র।

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নেওয়া হবে কি না সেই বিষয়ে বিবেচনা করা হবে বলেই জানাল কলকাতা হাই কোর্ট। বুধবার এই বিষয়ে রায় দিতে পারে বলে জানিয়েছে আদালত।

Advertisement

মঙ্গলবার হাই কোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘হলফনামার অগ্রিম কপি সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই রাজ্যের দায়ের করা আবেদনের বিরোধিতা করছে।’’ এই প্রসঙ্গে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘আপনারা কেন হলফনামা জমা দেননি? তার কারণ কী? আপনারা তো প্রথম দিন থেকে ছিলেন।’’ তার জবাবে কিশোর বলেন, ‘‘২ জুন সিবিআইয়ের সওয়াল শেষ হয়। ৭ জুন রাজ্য আদালতকে হলফনামা জমা নেওয়ার আবেদন করেছিল। সত্যিটা সামনে আনা দরকার। তার জন্য হলফনামা জমা নেওয়াও দরকার। রাজ্য হিসাবে এটা আমাদের দায়িত্ব আদালতকে জানানো।’’

এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিকল্পিত ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।’’

Advertisement

উভয় পক্ষের বক্তব্যের পরে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য যদি সঙ্গে সঙ্গে হলফনামা জমা দিত, তবে তা স্বতঃস্ফূর্ত হত। দেরি হওয়ার কারণে এটি ভাবনা চিন্তার পর্যায়ে রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একে রেকর্ড হিসাবে নিয়ে আইনিভাবে পর্যালোচনা করব কি না। সেই বিষয় পরে দেখা যেতে পারে।’’

গত ৯ জুন হাই কোর্টে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা দিতে চায় রাজ্য। কিন্তু হাই কোর্ট সেই হলফনামা জমা নেয়নি। এর পরে গত ২৫ জুন সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী। তার জবাবে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয় এই বিষয়ে বিবেচনা করার জন্য। সেই বিষয়েই মঙ্গলবার শুনানিতে এ কথা জানায় হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement