Music Album

বন্দিদের গাওয়া গানের অ্যালবাম

অ্যালবামটির গায়িকা অবশ্য বিশিষ্ট গায়িকা কার্লিটা মারিয়া মোহিনী। প্রেসিডেন্সি জেলের অন্দরে গানের দৃশ্যায়ন হয়েছে। জেলের অন্দরে ইন্দো-ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পীর সঙ্গে বন্দিদের গলা মিলিয়ে গানের দৃশ্যায়নের নজির নেই বলেই জানিয়েছেন দফতরের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০২:০৩
Share:

— প্রতীকী ছবি

তাঁরা গাইতে পারেন। তবে এ ভাবে যে তাঁদের গানের স্বীকৃতি মিলবে, তা ভাবতে পারেননি প্রেসিডেন্সি জেলের বন্দিরা। সোমবার সেই স্বীকৃতি মিলল তাঁদের গাওয়া গানের অ্যালবাম প্রকাশের মধ্যে দিয়ে। অ্যালবামের নাম ‘আমার আশা’। অ্যালবামে ইংরেজি, হিন্দি, পতুর্গিজ, স্প্যানিশ এবং বাংলায় গান তৈরি হয়েছে। অ্যালবামটির গায়িকা অবশ্য বিশিষ্ট গায়িকা কার্লিটা মারিয়া মোহিনী। প্রেসিডেন্সি জেলের অন্দরে গানের দৃশ্যায়ন হয়েছে। জেলের অন্দরে ইন্দো-ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পীর সঙ্গে বন্দিদের গলা মিলিয়ে গানের দৃশ্যায়নের নজির নেই বলেই জানিয়েছেন দফতরের আধিকারিকেরা। এ দিন বিকেলে আইসিসিআর-এ অ্যালবামটির উদ্বোধন করেন দফতরের পদস্থ কর্তারা। এ ভাবে গান তৈরিতে বন্দিদের সরাসরি অংশগ্রহণ তাঁদের সংশোধনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলেই মনে করেন দফতরের কর্তাদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement