ছাত্র ও গবেষকদের জন্য কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটি আধুনিক গ্রন্থ-সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত নিলেন পরিচালন কর্তৃপক্ষ। মঙ্গলবার ইনস্টিটিউটের ১২৫তম বর্ষপূর্তির শেষ দিনের অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ইনস্টিটিউটের তরফে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গত ১২৫ বছর ধরে গড়ে ওঠা এখানকার গ্রন্থাগারটিকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি ডিজিটাইজেশন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রকল্প শুরু করার জন্য সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা দান করেছেন। এ কাজে টাকা কোনও সমস্যা যে হবে না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন।