Murder

বধূ-মৃত্যুতে দায়ের খুনের অভিযোগ

স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে বধূ-হত্যার অভিযোগ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, মিনারা স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০২:৩৯
Share:

প্রতীকী ছবি।

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল পরিবার। বৃহস্পতিবার, মহেশতলা থানার সন্তোষপুরের বাস্তবপাড়ায়। মৃতার নাম মিনারা বিবি (২৪)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে বিষ্ণুপুর থানার চক এনায়েতনগর গ্রামের বাসিন্দা মিনারার সঙ্গে বিয়ে হয়েছিল বাস্তবপাড়ার বাসিন্দা, পেশায় দর্জি জাকির হোসেনের। ওই দম্পতির দু’বছরের একটি ছেলে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই তরুণীর উপরে অত্যাচার শুরু হয়। বছর দুয়েক আগে মিনারার দাদা জয়নাল আবেদিন নগদ পাঁচ লক্ষ টাকা দেন জাকিরকে। তার পরে মাস ছয়েক বন্ধ ছিল অত্যাচার। কিন্তু সম্প্রতি ফের তা শুরু হয় বলে অভিযোগ। জয়নালের আরও অভিযোগ, বিয়েতে খাট, গয়না-সহ যাবতীয় যৌতুক দেওয়া হলেও তাঁর বোনের উপরে অত্যাচার বন্ধ হয়নি।

মিনারার পরিজনেরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয় মিনারা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তাঁরা গিয়ে মিনারার খোঁজ পাননি। পরে বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে জানতে পারেন, মিনারা মারা গিয়েছেন। এর পরেই তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে বধূ-হত্যার অভিযোগ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, মিনারা স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক। তবে তাঁর এক ননদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement