প্রতীকী ছবি।
শহরে আলো বসানোর জন্য বরাদ্দ টাকা পুরো খরচ হয়েছে কি না, তা কলকাতা পুরসভার কাছে জানতে চাইল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের খবর, পরিবেশবান্ধব আলো জ্বালাতে রাজ্য সরকারের ‘গ্রিন প্রজেক্ট’-এর আওতায় কলকাতা পুরসভার জন্য প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
নতুন অর্থবর্ষ শুরুর আগে এই খাতে পুরো খরচ হয়েছে কি না, তা পর্যালোচনা করেই পরবর্তী টাকা বরাদ্দ করা হবে।
কার্বন-ডাই-অক্সাইড কম পোড়ে এমন আলো জ্বালাতে উদ্যোগী হয়েছে কলকাতা-সহ বহু পুরসভা। এলইডি আলোয় এই সুবিধা রয়েছে। পুর কর্তৃপক্ষ জানান, শহরের অলিগলি তো বটেই, বড় রাস্তাতেও লাগানো হয়েছে এমন আলো। দফতরের এক আধিকারিক জানান, বরাদ্দ অর্থ খরচের শংসাপত্র পেলে আবার টাকা বরাদ্দ করা হবে।