mukul roy

Bengal Politics: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করলেন মুকুল

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে জোড়াফুলে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৭:০৭
Share:

মুকুল রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি।

তৃণমূলে ফেরার পরের দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। শনিবার বিকেল পৌনে ৪টে নাগাদ ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন অভিষেক। তার কিছুক্ষণ পরেই আসনে মুকুল। প্রায় এক ঘণ্টা বৈঠক চলে উভয়ের মধ্যে। বিকেল সোয়া ৫টা নাগাদ মুকুল সেখান থেকে বেরিয়ে যান। কোনওপক্ষই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কিছুই জানাতে চাননি। তবে মনে করা হচ্ছে, রাজ্যে বিজেপি-র সংগঠনকে কীভাবে দুর্বল করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। শনিবার জানা যায়, বিজেপি-র জনা দশেক বিধায়ককে ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন মুকুল।

Advertisement

শুক্রবার তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতার সামনেই জোড়াফুলে প্রত্যাবর্তন হয় মুকুলের। বাবার সঙ্গে পুরনো দলে ফেরেন শুভ্রাংশুও। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল। তৃণমূলেও সেই একই পদ পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement