—নিজস্ব চিত্র।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা-মেয়ের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে, পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায় রোডের একটি দোতলা বাড়ি থেকে তীব্র বিষ্ফোরণের শব্দ শুনতে পান এলাকার মানুষ। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও পৌঁছন ঘটনাস্থলে। আগুন লাগায় ওই বাড়ির বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন। তাঁদের উদ্ধার করে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ওই বাড়িরই বাসিন্দা ৬৮ বছরের সোমা মিত্র এবং তাঁর মেয়ে ৪৪ বছরের কাকলি মিত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্যেই মৃত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা।
উদ্ধার কাজ শেষ হওয়ার পর দমকলকর্মীদের দাবি, শর্ট সার্কিট থেকেই বিস্ফোরণ। প্রথমে মনে করা হয়েছিল গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ। কিন্তু বাড়ির সব ক’টি গ্যাস সিলিন্ডারই অক্ষত পাওয়া গিয়েছে। ঘটনার সময়ে ওই বাড়িতে ছিলেন মোট পাঁচ জন। দোতলায় ছিলেন সোমা ও কাকলিদেবী। তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়। এক তলায় ছিলেন ছবি ঘোষ, মৌসুমী ঘোষ এবং হীরক ঘোষ। তাঁদের তিন জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দমকল কর্মীদের দাবি, আগুন মূলত লেগেছে দোতলায়। কোনও বৈদ্যুতিন যন্ত্র থেকেই বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: খুন করে, দেহ নিয়ে দিনভর শহরের রাস্তায় ঘুরলেন ক্যাব চালক