Kolkata News

আসল চাঁদকে ‘টেক্কা দিয়ে’ কলকাতায় নামল নকল চাঁদ

নাসার ইমেজ ব্যবহার করে ওই রেপ্লিকা বানানো হয়েছে। সেই চাঁদ দেখে বিভ্রম হতে বাধ্য, তা আসল নাকি নকল চাঁদ!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩২
Share:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেমে আসা সেই ‘চাঁদ’! শনিবার ছবি তুলেছেন দেশকল্যাণ চৌধুরী।

কষ্ট করে আর কি যেতে হবে চাঁদে?

Advertisement

গোটা চাঁদ, চাঁদের পাহাড় সব যে নেমে এল এই কলকাতা শহরেই!

আসল চাঁদকে টেক্কাও দিয়েছে কলকাতার মাটিতে নামা এই চাঁদ! তার যে আলো রয়েছে!

Advertisement

যে চাঁদ বরাবরই আমাদের নানা রকমের কল্পনার রাজ্যে নিয়ে গিয়েছে, সেই চাঁদই এ বার কলকাতার মাটিতে নেমে এল ব্রিটিশ শিল্পী লিউক জেরামের বানানো রেপ্লিকার মাধ্যমে। যার নাম- ‘মিউজিয়াম অফ দ্য মুন’। সেই রেপ্লিকা শহরে চলে এসেছে শুক্রবারই। নাসার ইমেজ ব্যবহার করে ওই রেপ্লিকা বানানো হয়েছে। সেই চাঁদ দেখে বিভ্রম হতে বাধ্য, তা আসল নাকি নকল চাঁদ!

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেমে আসা সেই চাঁদ। শনিবার দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে ভিক্টোরিয়া প্রাঙ্গণে ওই চাঁদ দেখতে পাবেন শহরবাসী। সঙ্গে থাকবে কনসার্টও। ‘আ ট্রিবিউট টু দ্য মুন’!
ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রের খবর, ওই চাঁদের প্রতি সেন্টিমিটার চন্দ্রপৃষ্ঠের পাঁচ কিলোমিটারের সমান। চাঁদের গহ্বর, চন্দ্রপৃষ্ঠের হুবহু প্রতিকৃতি যেমন দেখা যাবে, তেমনই ওই চাঁদের রেপ্লিকার নিজস্ব আলোও রয়েছে।

আরও পড়ুন- ছাবাহারকে সামনে রেখে ভারত-ইরান ৯টি চুক্তি​

এখানেই আসল চাঁদের সঙ্গে তার তফাৎ!

এখানেই আসল চাঁদকে টেক্কা দিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের চাঁদ! সেই আলোই শনিবার ছড়িয়ে পড়বে ভিক্টোরিয়া প্রাঙ্গণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement