ভোটের আগে ফের টাকা উদ্ধার করল পুলিশ। সোমবার, দক্ষিণ বন্দর থানার সার্কুলার গার্ডেনরিচ রোড ও কোলবার্থ রোডের সংযোগস্থলের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে তল্লাশিতে এক ব্যক্তির গাড়িতে একটি কালো ব্যাগে প্রায় ৮ লক্ষ টাকা দেখতে পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের পরিবহণ ব্যবসার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছেন বলে ওই ব্যক্তি দাবি করলেও কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। পুলিশ ওই টাকা আটক করে ওই ব্যক্তিকে ছে়ড়ে দেয়। সঠিক তথ্য প্রমাণ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে ওই ব্যক্তি টাকা সংগ্রহ করবেন বলে জানায় পুলিশ। কিছু দিন আগেই চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে এ ভাবেই দুই ব্যক্তির কাছ থেকে নগদ ৪৭ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ।