প্রতীকী ছবি।
রাস্তায় পড়ে আছেন রক্তাক্ত এক দুধ বিক্রেতা। পাশে তাঁরই মোটরচালিত সাইকেল ভ্যান। বৃহস্পতিবার ভোরে ওই দৃশ্য দেখে হকচকিয়ে গিয়েছিলেন অন্য দুধ ব্যবসায়ীরা। ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান তাঁরা। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, জখম যুবকের নাম রোহিত যাদব। টিটাগড়ের বাসিন্দা রোহিত প্রতিদিন বিভিন্ন জায়গায় দুধ সরবরাহ করেন। বৃহস্পতিবার ভোরে গিয়েছিলেন সোদপুর স্টেশন রোডের একটি মিষ্টির দোকানে। সেখান থেকে বেরোনোর সময়েই আচমকা তাঁর উপরে হামলা হয়। জখম রোহিতকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ধৃত অজিত রায় টিটাগড়ের বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে মিষ্টির দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রোহিত দোকান থেকে বেরিয়ে সাইকেল ভ্যানে ওঠার পরেই তাঁর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করছে এক যুবক। মুহূর্তের মধ্যে রোহিতের হাতে, বুকের পাশে ও আরও কয়েকটি জায়গায় কোপ মারে সে। রাস্তায় পড়ে যান রোহিত। চম্পট দেয় হামলাকারী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হামলাকারীর নাম অজিত। তার সঙ্গে রোহিতের বন্ধুত্ব ছিল। তবে গত ছটপুজোর সময়ে দু’জনের মধ্যে বচসা-মারামারি হয়েছিল। পরিবারের সঙ্গে রহড়া থানা এলাকায় থাকত অজিত।
রাতেই টিটাগড় থেকে গ্রেফতার করা হয় অজিতকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, ঝগড়া থেকে শত্রুতার জেরেই সে রোহিতকে আক্রমণ করেছিল।